32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

নাটোরে প্রেমের টানে এসে মার খেলেন যুবক, হারালেন মোটরসাইকেল

নাটোরের লালপুরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন হাবিব উল্লাহ (২১) নামে এক যুবক। এ ঘটনায় তার মোটরসাইকেলে আগুন দিয়েছে প্রেমিকার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের অমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাবিব উল্লাহ একই উপজেলার দুড়দুড়িয়া গ্রামের বাবর আলীর ছেলে এবং রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

স্থানীয়রা জানান, হাবিব উল্লাহর সঙ্গে রাজশাহী মহিলা কলেজের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার সন্ধ্যায় তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে মেয়েটির বাবা শিহাব উদ্দিন লোকজন নিয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

হাবিব উল্লাহ দাবি করেন, দেড় বছর আগে তাদের বিয়ে হয়েছিল। কিন্তু মেয়ের পরিবার এটি মেনে নেয়নি এবং তার স্ত্রীকে জোরপূর্বক নিয়ে গেছে।

এ বিষয়ে নাটোরে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু জানান,

অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

পড়ুন:নাটোরে থানার ফটকে টিকটক করে আ.লীগ নেত্রী গ্রেফতার

দেখুন:প্রেমিকাকে ফিরে পেতে আদালতে মার্কিন যুবক, অতঃপর 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন