নাটোরের সিংড়া থেকে পরিত্যাক্ত অবস্থায় দুইটি ওয়ান শুটার গান ও ৪টি ম্যাগজিন উদ্ধার করেছে র্যাব -৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। গতরাতে উপজেলার তিশিখালী মাজারের রাস্তার সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নাটোরে র্যাব -৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ সাঈদ মাহমুদ সাদান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া উপজেলার ডহিয়া ইউনিয়নের তিশিখালী মাজার এলাকায় রাস্তার উপর থেকে পরিত্যাক্ত একটি ব্যাগ উদ্ধার করা হয়।
পরে ব্যাগ থেকে দুইটি ওয়ান শুটার গান ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে কাজ করছে র্যাব । এই সব আগ্নেয়াস্ত্র ব্যাবহারকারীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। সকালে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সিংড়া থানায় জমা দেওয়া হয়।
পড়ুন: নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
দেখুন: ই/স/রা/ই/ল/কে থামাও: ই/রা/নে/র হুঁশিয়ারি; ই/স/রা/ই/লি সে/না/দে/র গোপন রহস্য ফাঁস? |
ইম/