26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

নাটোর থানায় বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সাংবাদিক

নাটোর আদালতে বেশ কয়েকটি গণমাধ্যম কর্মিদের ওপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে নাটোর থানায় অভিযোগ দায়ের করেছেন এক সাংবাদিক।

মঙ্গলবার দিবাগত রাতে নাটোরের কর্মরত ভয়েস অব এশিয়া ও স্থানীয় দৈনিকের সাংবাদিক কাউছার হাবীব বাদি হয়ে এই অভিযোগটি দায়ের করেন। অভিযোগ দায়েরের সময় নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা থানায় উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়, ময়মনসিংহ রেঞ্জে সংযক্তু বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হক তার স্ত্রীকে নির্যাতনের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে এসে জামিন আবেদন করেন। এ সময় আদালতের বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এই সংবাদ সংগ্রহ করতে গণমাধ্যমকর্মীরা কোট হাজতের সামনে উপস্থিত হয়ে ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে বরখাস্তকৃত পুলিশ সুপার গণমাধ্যম কর্মিদের ওপর হামলা করে। এই ঘটনায় বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হকসহ দায়িত্বে অবহেলা করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে সাংবাদিক কাউসার হাবীব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বরখাস্তকৃত পুলিশ সুপারকে হাতকড়া না পরিয়ে দায়িত্বে অবহেলার পাশাপাশি বিশেষ সুবিধা দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুশিয়ারীদেন কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।

পড়ুন : স্ত্রী নির্যাতনের মামলায় সাবেক এসপিকে কারাগারে

দেখুন : ১ হাজার টাকায় ঘুরোঘুরি | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন