নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাধা ও পুলিশের উপর চাড়াও হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানান পুলিশের সরকারি কাজে বাধাঁ প্রদানের মামলায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকার শহীদনগর ১নং গলির মো. হানিফের ছেলে মোহাম্মদ জিসান (২৮), কাশেমের ছেলে হানিফ (৪০) ও আব্দুল হাইয়ের ছেলে শওকত মিখুন (৪৩)।
এর আগে সোমবার (১২ মে) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. রিপন মৃধা বাদী হয়ে পুলিশের সরকারি কাজে বাধাঁ, পুলিশের উপর চাড়াও হওয়া এবং সাড়ে ছয়ঘন্টা পুলিশকে বাড়ির ভেতরে অবরুদ্ধ করে রাখার ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় ৫২ জনকে এজাহারনামীয় আসামি করার পাশাপাশি অজ্ঞাত ২শ জনকে আসামি করা হয়েছে। সেই সাথে এই মামলায় রাতে অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সোমবার রাতে এই মামলা দায়ের হয়েছে। সেই সাথে এই মামলায় এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।
মামলায় যাদের আসামী করা হয়েছে। মামলায় উল্লেখ করা ৫২ জন হচ্ছে- নারায়ণগঞ্জ সদর থানার -সৈয়দপুর বড় বাড়ী এলাকার মৃত খালেদ সরদারের ছেলে শফিকুল ইসলাম বাবু (৪৭)। সে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আরামবাগ এলাকার মৃত ডা: নুরুল হুদার ছেলে কামরুল হুদা বাবু (৫২)। বাবু সিদ্ধিরগঞ্জ ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি, নারায়ণগঞ্জ থানার আলী আহমেদ চুনকা সড়কের মৃত আমিনুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম লিটন (৫৮),নরায়ণগঞ্জ জেলার বন্দর থানার কদমরসুল রোড নবীগঞ্জ এলাকার নুরউদ্দিন আহম্মদের ছেলে মাইনউদ্দিন আহম্মেদ রাসেল রাসেল কন্ট্রাকটার (৪৮), বন্দও থানার কদম রসুল বড় বাড়ি এলাকার মৃত ফরিদ হোসেনের ছেলে কবির হোসেন (৪৭), নারায়ণগঞ্জ সদর মডেল থানার তামাকপট্টি এলাকার পিতা অজ্ঞাত জামির হোসেন রনি (৪১), বন্দর থানার কাইতাখালি এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মোতালেব হোসেন মাস্টার (৫০), সদর মডেল থানার ১নং বাবুরাইল ভিবাহাসানের বাড়ীর পিতা অজ্ঞাত আজিম (৫৫), সদর মডেল থানার দেওভোগ মেয়রের বাড়ীর সামনে পিতা অজ্ঞাত আলিনুর সুমন (৪৭), ফতুল্লা থানার শাসন গাও, এনায়েতনগর এলাকার আলাউদ্দিনের ছেলে শামীম তালুকদার (৫০), সে যুবলীগ নেতা, দেওভোগ পাক্কা রোড এলাকার মৃত জনু মিয়ার ছেলে গোলাম সরোয়ার শুভ (৪৫), সদর থানার আলী আহমেদ চুনকা সড়কের আমিনুল ইসলামের ফারুক (৫৫), আলী আহমেদ চুনকা সড়কের মৃত আমিনুল ইসলাম ছেলে মুকুল (৪১), দেওভোগ পাক্কা রোড এলাকার মৃত জনু মিয়ার ছেলে চঞ্চল (৪০), -দেওভোগ পানির টাংকি এলাকার সোহরাব এর স্ত্রী আছিয়া খানম সুমী (৪৫), শহীদ নগর এলাকার আ: কদ্দুস আজাদের ছেলে পলাশ (৪৫), শহীদ নগর এলাকার কাসেমের ছেলে হানিফ (৪০), শহীদ নগর এলাকার চান মিয়ার ছেলে সুধীর (৫২), শহীদ নগর এলাকার হায়দার আলীর ছেলে শাকিল (২৮), জালকুড়ি জুটপট্টি এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো: জাহাঙ্গীর আলম বেপারী (৫২), শহীদ নগর এলাকার মৃত হাজী সাত্তারের ছেলে রাসেল (৪২), শহীদ নগর মেম্বার গলি এলাকার মৃত আওলাদের ছেলে শামীম (৪৮), শহীদ নগর এলাকার শওকত মিঠুনের স্ত্রী মাহমুদা (৩৮), শহীদ নগর এলাকার আ: হাই এর ছেলে শওকত মিথুন (৪৩), শহীদ নগর ১নং গলি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সাদ্দাম সানি (৩৫), শহীদ নগর ২নং গলি এলাকার কাদির প্রধানের ছেলে রতন প্রধান (৪০), নবীগঞ্জ এলাকার নজরুলের ছেলে মাহিন, শহীদ নগর ২নং গলি এলাকার মৃত জামাল মাতাব্বরের চেলে রুমেল (৪৭), শহীন নগর ১নং গলি এলাকার হানিফের ছেলে জিসান (২৮), শহীদ নগর মেম্বার গলি এলাকার বাচ্চু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৫১), শহীদনগর ১নং গলি এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে আরাফাত (২২), শহীদ নগর এলাকার মো: মিজানুর রহমানের ছেলে শিপলু সাদিক (শিপলু বাবু) (৫০), -দেওভোগ সরদার বাড়ী এলাকার বাদশা সরদারের ছেলে রাতুল (৩৪) দেওভোগ মোড়ের পুরাতন বাড়ী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মিঠু (৫২) ডিএন রোড নন্দি পাড়া এলাকার মৃত সাহাবুদ্দিন প্রধানের ছেলে শফি উদ্দিন প্রধান (৫৩) পশ্চিম দেওভোগ লিচুবাগ এলাকার মৃত রমিজ উদ্দিন মোল্লার ছেলে মাথিন, দেওভোগ এলাকার মৃত দিলিপ মিয়ার ছেলে ওভি (২৯), কাশিপুর খিল মার্কেট এলাকার পিতা- অজ্ঞাত রনি ওরফে মুরগি রনি (৩০), নিতাইগঞ্জ মাইচ্ছাপাড়া বাজার এলাকার জয়নালের ছেলে রনি (৪১), বাড়ীর টেক মসিনাবন্দ এলাকার মো: মোক্তার আলীর ছেলে মো: নয়ন (২৯), বাবুরাইল এলাকার মৃত ভাসা মিয়ার ছেলে রনি, সৈয়দপুর এলাকার মোঃ মনছুর আলীর ছেলে মো: শাহজাহান (৩৭), বউ বাজার এলাকার ফয়েজ মোল্লার ছেলে ইমরান দেওয়ান, দেওভোগ সরদার বাড়ী এলাকার মৃত নান্নু সরদারের ছেলে রিফাত সরদার, ইসদাইর বাজার এলাকার আমির আলী সাদ এর ছেলে সিদ্দিক মিয়া, ডিএন রোড নন্দি পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদ খানের ছেলে আবুল বাশার বাসেদ (৫০), নবীগঞ্জ মাইরপরশ পাড়া এলাকার নসু মিয়ার ছেলে খোকন ভেন্ডার, নয়াপাড়া পাইকপাড়া এলাকার মৃত সোবাহান মিয়ার চেলে সজল ওরফে কান কাটা সজল (৪৫), গোগনগর সৈয়দপুর কড়ইতলা এলাকার মৃত আ: রাজ্জাকের ছেলে রতন সিকদার, সোনারকান্দা হাজীপুর এলাকার পিতা- অজ্ঞাত মো: রফিক পাগলা, খানপুর মেইন রোড এলাকার হরমুজ আলীর ছেলে রাসেল, সুকুম পট্টি এলাকার মৃত বারেরে ছেলে ইমরান (৩২)।
উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় ৫টি হত্যা এবং হত্যাচেষ্টা মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মিনারুল ইসলাম নামের এক পোশাক শ্রমিক হত্যা মামলায় গত বৃহস্পতিবার রাত দশটার দিকে আইভীকে গ্রেপ্তার করতে গেলে তার সমর্থকদের বাধার মুখে পড়তে হয়। পরে পুলিশ সারারাত অপেক্ষা করে শুক্রবার ভোরে গ্রেফতার করে নিয়ে আসে সাবেক মেয়র আইভীকে।
পড়ুন : মধ্যরাতে নারায়ণগঞ্জে আইভীর বাসায় অভিযান, অবরুদ্ধ পুলিশ