নারায়ণগঞ্জে তিতাস গ্যাস সরবরাহের দাবিতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আবাসিক গ্রাহকরা।
সকালে সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সাধারণ মানুষ, মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকার চট্টগ্রামমুখী লেনে এ মানববন্ধন হয়। পরে সিদ্ধিরগঞ্জ পুলিশ ও কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ প্রায় তিন বছর ধরে নিয়মিত গ্যাস পাচ্ছেন না তারা।