২০/০৬/২০২৫, ৯:২৬ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ৯:২৬ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের গুলিতে মো. নান্টু নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় আফসার করিম প্লাজার সামনে এ ঘটনা ঘটে।


পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ জাহিদুল ইসলাম (৫২) নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা বাজার এলাকার লোহা ব্যবসায়ী। তার বাবার নাম আফসার করিম। বাড়ি রাজধানীর শ্যামপুর এলাকায়। পাগলা বাজারে আফসার করিম মার্কেট নামে তাদের একটি মার্কেট রয়েছে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পাগলাবাজার এলাকার ফল ব্যবসায়ী উত্তম জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম। আফসার করিম প্লাজার মালিক আলহাজ্ব নান্টু সাহেব ফল কিনছিলেন। এমন সময় দুটি মোটরসাইকেলযোগে চার সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। সাথে সাথেই নান্টু তার ব্যবহৃত প্রাইভেট গাড়িতে উঠে যায়। সন্ত্রাসীদের গুলি প্রাইভেট কারেও লেগেছে।

ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে লোহা ব্যবসায়ী জাহিদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পাগলা বাজার থেকে ফল কিনে তার ব্যক্তিগত গাড়িতে ওঠার সময় হঠাৎ মোটর সাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এসময় ব্যবসায়ী জাহিদুল ইসলামের পেটে ও হাতে গুলিবিদ্ধ হয়। তখন আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যবসায়ী জাহিদুল ইসলামকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে গুলির প্রমাণ পাওয়া গেছে। আশেপাশের ক্লোজ সার্কিট (সি সি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পড়ুন : নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল-ঘুষি ধাওয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন