নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প নগরীর কলাবাগান মাঠে গণঅধিকার পরিষদের সমাবেশে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটে।
জানা গেছে, সমাবেশে নুরুল ইসলাম নুর যোগদানের কিছুক্ষণের মধ্যেই দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভিপি নূর সমাবেশে আসলে স্লোগান দিয়ে তার পিছন পিছন আরও নেতাকর্মীরা আসেন। এ সময় ভলান্টিয়ানরা তাদের পরিচয় জানতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে গণঅধিকারের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে শান্ত হন কর্মীরা।

ফতুল্লার বিসিক শিল্প নগরীর কলাবাগান মাঠে আয়োজিত আগামীর বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের চিন্তাভাবনা বিষয়ক যুব সমাবেশে নুরুল হক নুর বলেন, আগামীতে যারাই জনপ্রতিনিধি হবে তারা ভোট কেন্দ্রে গিয়ে সিল মেরে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন যেন না দেখে। জনগণ যাকে সমর্থন করবে তারাই জনপ্রতিনিধি হবে। এসময় তিনি ভারতের নানা বিষয়ে সমালোচনা করে বাংলাদেশকে শক্তিশালী করতে হলে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
দেশের সব রাজনৈতিক দলকে জাতীয় ঐক্য ধরে রাখার আহবান জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল আসন থেকে অংশ গ্রহণের জন্য গণঅধিকার পরিষদের নেতাকর্মী প্রস্তুতি নেওয়া নির্দেশ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যাবস্থাকে সুসংহত করতে হলে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই। গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিবে।
আর কোন শামীম ওসমান যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন ভিপি নুর বলেন, ‘শামীম ওসমানদের আমলে নারায়ণগঞ্জ ত্রাসের রাজত্ব হিসেবে পরিচিতি পেয়েছিল। শামীম ওসমানরা প্রতিবার ক্ষমতার পালাবদলের পর পালিয়ে যায় আর নতুন শামীম ওসমানরা মাথা চাড়া দিয়ে ওঠে।’
আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে তিনি বলেন, ‘শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি। আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার রাখে না।’
যুব অধিকার পরিষদের নারাণয়গঞ্জ মহানগরের সভাপতি শেখ সাব্বির রাজের সভাপতিত্বে যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কি, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, ২০১৮ সালের কোঠা আন্দোলন না হলে আজকে এ বাংলাদেশে শেখ হাসিনার পতন হতো না। ২০২৪ সালের গণঅদ্ভুতখান কোটা সংস্কার আন্দোলন কে কেন্দ্র করেই, কিন্তু আমাদের ভাইয়েরা আমাদের নতুন বন্দোবস্তকারীরা আজকে সেটা অস্বীকার করে। তারা আজকে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের যে আন্দোলন তা অস্বীকার করে।
পড়ুন : নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি