27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

নারায়ণগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বাড়ির আঙ্গিনা থেকে বস্তাবন্দি অবস্থায় দুই নারী ও এক শিশুর খন্ডিত তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ইয়াসিন নামে এক ব্যাক্তিকে পুলিশ আটক করেছে। নিহতরা হলো স্বপ্না ৩৫, লামিয়া ২২, আব্দুল্লাহ ৪ ।


আজ শুক্রবার দুপুরে মিজমিজি বড়বাড়ি পুকুর পাড় বাড়ির আঙ্গিনায় মাটিচাপা বস্তাবন্দি অবস্থায় পুলিশ তিন জনের মরদেহ উদ্ধার করে।

তাসমিন আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জানান, সকালে একটি বস্তায় মোড়ানো হাত দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তিনজনের খন্ডিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত স্বপ্নার স্বামী ইয়াসিনকে পুলিশ আটক করেছে।


তিনি আরও জানান,প্রাথমিত ভাবে আশে-পাশে লোকজনদের সাথে কথা বলে জানতে পারি ইয়াসিন একজন মাদকসেবী ছিল। পারিবারিক কলহের জেরে ইয়াসিন তার স্ত্রী স্বপ্না, তার শালিকা লামিয়া ও ছেলে আব্দুল্লাহকে হত্যাকরে মাটি চাপা দিয়ে রাখে। আমরা ইয়াসিন আলীকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। প্রাথমিক ভাবে ধারনা করছি, ঘটনাটা ইয়াসিন আলী ঘটিয়েছে।


পুলিশ ধারনা করছে গত দুই তিনদিন আগে এ ইয়াসিন তার পরিবারের তিনজনকে হত্যাকরে খন্ডিত করে বস্তায় ভরে বাড়ির আঙ্গিনায় মাটিচাপা দেয়।

পড়ুন : নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন