ছাত্র-জনতার জুলাই, আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ জেলার ২২ জন শহীদ পরিবারকে ২ লক্ষ টাকা করে সর্বমোট ৪৪ লক্ষ টাকা আর্থিক অনুদান চেক প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় আর উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু,জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ সহ অনেকেই।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,ছাত্র-জনতার জুলাই, আগস্ট এর গণঅভ্যুত্থানে যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে রক্ত দিয়েছে আন্দোলন করে স্বাধীন করেছে। তারা যে দেশ গড়ার স্বপ্ন বুকে ধারণ করেছিল আমরা সেই দেশ প্রতিষ্ঠা করতে পারলে তাদের সেই ত্যাগ সার্থক হবে। আমরা সকলকে নিয়ে বৈষম্যহীন একটি বাংলাদেশ আগামীতে প্রতিষ্ঠা করব। এবং শহীদদের পরিবারদের সাথে সবসময় সরকার তথা জেলা প্রশাসন পাশে আছে।
উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বক্তব্য বলেন, শহীদের মামলার আসামী শামীম ওসমান, সাবেক মেয়র আইভী সহ সকল আসামিদের গ্রেপ্তার দাবি জানাই।
এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনা গুলোতে শহীদদের নামকরণ করার জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।
পড়ুন : নারায়ণগঞ্জে আলোচিত কলেজ ছাত্র সীমান্ত হত্যাকারী অনিক গ্রেফতার