১৯/০৬/২০২৫, ০:২৬ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:২৬ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বেপরোয়া অটোচালকদের হামলায় আহত ১০

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনে হামলা চালিয়েছে অনুমোদনহীন অটোরিক্সা চালকরা। এই হামলায় সিটি কর্পোরেশনের যানজট নিরসন কর্মী ও একজন নারীসহ ১০ গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা প্রায় দেড় ঘণ্টা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। এতে নগরীতে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

আজ সোমবার (১২ মে) দুপুরে নগরীর নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনে এ হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সূত্রপাত অনুমোদনহীন অটোরিক্সা চলাচলকে কেন্দ্র করে। সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে নগরীর যানজট নিরসনের জন্য অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের চেষ্টা করছে। এর জের ধরেই সোমবার দুপুরে একদল অনুমোদনহীন অটোরিক্সা চালক সংঘবদ্ধ হয়ে সিটি কর্পোরেশন ভবনের সামনে বিক্ষোভ শুরু করে।

প্রথমে চালকরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ করলেও কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা অতর্কিতভাবে ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে। আগে থেকেই ভবনের প্রধান গেইট ভেতর থেকে বন্ধ কওে দেয়া হয়। পরে হামলাকারীরা গেইট টপতে ভেতরে প্রবেশ করে তারা ভেঙ্গে ঢুকে সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায়। হামলায় ইট-পাটকেল ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত ছাত্ররা জানায়, হামলাকারীরা বিভিন্ন দাবিতে মানববন্ধন করছিল এবং সিটি কর্পোরেশনের কর্মীরা তাদের সহযোগিতা করছিলেন। কিন্তু হঠাৎ করেই অটোরিক্সা চালকরা তাদের উপর চড়াও হয় এবং এলোপাথাড়ি মারধর শুরু করে। হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই হামলায় সিটি কর্পোরেশনের যানজট নিরসন কর্মী জান্নাতুল নাঈম শাওন, সম্রাট ও একজন নারীসহ ১০ গুরুতর আহত হয়েছেন।

এর আগেও বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে। আজকের এই ন্যক্কারজনক হামলার ঘটনায় সাধারণ মানুষ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জামাল হোসেন বলেন, অটোচালকদের সাথে একটা ভুল বুঝাবুঝি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। এই বিষয়ে যুবদল নেতা জোসেফ মিমাংসা করবে। তবে কেউ যদি অভিযোগ করে তাহলে পুলিশ অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন বলেন, বিনা উস্কানিতে এই হামলা চালানো হয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিদের উপর তারা আক্রমণ করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এনএ/

দেখুন: নারায়ণগঞ্জে সেহরি তৈরির সময় ঘটলো অনাকাংখিত ঘটনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন