১৬/১১/২০২৫, ১২:৩০ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১২:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কবে কোথায় কখন

আর মাত্র দু’দিন পরই পর্দা উঠতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের। আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের মাটিতে শুরু হবে টুর্নামেন্টটির আসর, যেখানে মোট ৮টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

রাজনৈতিক কারণে পাকিস্তানের ম্যাচগুলো আয়োজন হবে শ্রীলঙ্কায়, বাকিগুলো অনুষ্ঠিত হবে ভারতের বিভিন্ন ভেন্যুতে। প্রতিটি দল গ্রুপ পর্বে খেলবে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ। লিগপর্ব শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।

বাংলাদেশ নারী দল ইতোমধ্যেই দেশ ছেড়ে প্রথম ম্যাচ ভেন্যু শ্রীলঙ্কায় অবস্থান করছে। বাংলাদেশ নিজেদের ঝালাই করে নিতে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছে। প্রথম ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ রানে জয় তুলে নিয়েছে। এ জয় নিঃসন্দেহে লঙ্কানদের বিপক্ষে এগিয়ে রাখবে।

তাই বলা যায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে লাল-সবুজের প্রতিনিধিরা বিশ্বকাপে নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখানে প্রতিটি দল গ্রুপ পর্বে প্রত্যেকের সঙ্গে দেখা করার সুযোগ পাবে। সে হিসেবে গ্রুপ পর্বে বাংলাদেশ ৭টি ম্যাচ খেলবে।

আট দলের মধ্যে প্রথম রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ৪ দল সরাসরি চলে যাবে সেমিফাইনালে। সেখান থেকে সবশেষ দুই ফাইনালিস্ট নির্বাচিত হবে।

একনজরে বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের সময়সূচি

তারিখ ম্যাচ ভেন্যু সময়
২ অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তান কলম্বো দুপুর সাড়ে ৩টা

৭ অক্টোবর বাংলাদেশ বনাম ইংল্যান্ড গোয়াহাটি দুপুর সাড়ে ৩টা

১০ অক্টোবর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড গোয়াহাটি দুপুর সাড়ে ৩টা

১৩ অক্টোবর বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা বিশাখাপত্তম দুপুর সাড়ে ৩টা

১৬ অক্টোবর বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া বিশাখাপত্তম দুপুর সাড়ে ৩টা

২০ অক্টোবর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ডি ওয়াই পাতি দুপুর সাড়ে ৩টা

২৬ অক্টোবর বাংলাদেশ বনাম ভারত ডি ওয়াই পাতি দুপুর সাড়ে ৩টা

বিজ্ঞাপন

পড়ুন : তামিম নয়, বুলবুলকে বিসিবির সভাপতি পদে দেখতে চান আশরাফুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন