আরব আমিরাতে কাল মাঠে গড়াচ্ছে নারী টি২০ বিশ্বকাপের নবম আসর। ষষ্ঠবারের মত এবার অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এর মধ্যেই প্রস্তুতি ম্যাচ শেষ করেছেন বাংলাদেশের মেয়েরা। শ্রীলংকার কাছে হারলেও হারিয়েছে পাকিস্তানকে।
মূল আসরের উদ্বোধনী ম্যাচে কাল বিকাল ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে সবশেষ চার ম্যাচেই দাপুটে জয় পেয়েছে টাইগ্রেসরা।
বি গ্রুপে বাংলাদেশের বাকি ৩ প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। আরেক ম্যাচে রাত ৮টায় মাঠে নামবে পাকিস্তান-শ্রীলঙ্কা।
এবারের বিশ্বকাপের আগে মেয়েদের ক্রিকেট উন্নয়নে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ক্রিকেটে ছেলে-মেয়েদের প্রাইজমানি বৈষম্য দূর করতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপে ছেলেদের সমান অর্থ পুরস্কার দেয়া হবে মেয়েদের চ্যাম্পিয়ন দলকেও। গত জুলাইয়ে আইসিসির সভায় সিদ্ধান্ত হয়।
আরব আমিরাতে থেকে নারী টি২০ বিশ্বকাপ নবম আসরের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন।