নারী বিশ্বকাপে অংশ নিতে কাল দুবাই যাবে বাংলাদেশ নারী দল। সকাল দশটায় ঢাকা ছাড়ার কথা রযেছে নিগার সুলতানা জ্যোতিদের।
এর আগে মিরপুরে প্রস্তুতির ক্যাম্প করেছিল টাইগ্রেসরা। আগামী ৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডে মুখোমুখি হবে বাংলাদেশ।
গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচ ৫ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আসরটির আয়োজক ছিল বাংলাদেশ। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তা সরিয়ে নেওয়া হয় আরব আমিরাতে।