27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

শতাব্দী পেরিয়ে যায় তবু নারী-পুরুষের বৈষম্য রয়েই যায় : ঋতুপর্ণা

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে নারী-পুরুষের সমানাধিকার, নারী ক্ষমতায়ন এবং লিঙ্গ বৈষম্য দূর করার জন্য সচেতনতা সৃষ্টি করা হয়। তবে, টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মনে করেন, কিছু বিষয় না শোধরালে লিঙ্গ বৈষম্য কখনও দূর হবে না।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক লেখায় ঋতুপর্ণা বলেন, “ভালবেসে তো কত মানুষই কত কিছু করেন, কিন্তু যদি শুরু থেকেই কিছু কাজ মেয়েদের জন্য নির্ধারণ করা হয়, কিংবা কিছু কাজ তাদের জন্য নয় বলে চিহ্নিত করা হয়, তাহলে লিঙ্গ বৈষম্য কখনও দূর হবে না।” তিনি আরও লেখেন, “বছরের পর বছর, শতাব্দী পেরিয়ে যাওয়ার পরেও নারীদের প্রতি বৈষম্য রয়ে যায়।”

ঋতুপর্ণা বলেন, “তবে তিক্ত সত্যিটা হল, যতই স্পষ্টভাবে বলা হোক না কেন, নারীদের উপর অবদমনের পুনরাবৃত্তি থামে না।” এই প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক নারী দিবসে আরও সচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অভিনেত্রী শেষ পর্যন্ত একটি প্রশ্ন ছুড়ে দেন, “কেন প্রত্যেকবার নারী দিবসে মানুষকে সচেতন করতে হবে? কেন? ঠিক কতবার বোঝানোর পর মানুষ সচেতন হবেন? বোধোদয় কি কখনও হবে না?”

১৯৭৫ সাল থেকে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়, যার মূল লক্ষ্য হল লিঙ্গ বৈষম্য দূর করে নারীদের প্রতি সম্মান এবং সমানাধিকার প্রদান করা। এই বছর, দিবসটির প্রতিপাদ্য ছিল “অধিকার, সমতা, ক্ষমতায়ন কন্যার উন্নয়ন”।

পড়ুন: বিনোদিনী’ হয়ে  সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী

দেখুন: হিরো আলমের বিরুদ্ধে জিডি করলেন তার নায়িকা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন