০৭/১১/২০২৫, ৬:০৬ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৭/১১/২০২৫, ৬:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেফতার ৬

শেরপুরের নালিতাবাড়ীতে আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা করেছে। ১৫ আগস্ট শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুইজনসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম গাজাসহ আব্দুস সালামকে (৫০) কে গ্রেফতার করা হয়। একই দিন বিকেলে পৌরসভা এলাকা থেকে আসামি সুদীপ ঢালু (৪৬) কে দুই বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়।

এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামচন্দ্রকুড়া বিওপি সদস্যরা রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার থেকে ৪১ বোতল ভারতীয় মদসহ শুক্রবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওড়া পশ্চিম খন্ড এলাকার জামিল হাসান হৃদয়কে (২৩) আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে।

এছাড়া নাশকতার মামলায় রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের মৃত আমান উল্লাহ বাদশার ছেলে জাকারিয়া (৪৫) ও ওয়ারেন্টমূলে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেফতারকৃত ৬ আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার বিকেলে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নালিতাবাড়ীতে ভিন্ন ভিন্ন স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন