34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নিউইয়র্কে নাসিমপুত্র তমালের ১৪ অ্যাপার্টমেন্ট, খোকনের রয়েছে বাড়ি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মুনসুরের নিউইয়র্কেই ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের রয়েছে নিউইয়র্কে একটি বাড়ি। একইসঙ্গে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ মেলায় মামলা করেছে সংস্থাটি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে প্রেস উইংয়ে পরিচিত মুখ ছিলেন আশরাফুল আলম খোকন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলেও ছিলেন ধরাছোঁয়ার বাহিরে।

পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমে দুদক অবৈধ অর্থে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেবাড়ি ক্রয়ের প্রমাণ পেয়েছে। এছাড়া খোকন দম্পতির বিরুদ্ধে প্রায় সাড়ে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ এবং সাড়ে ৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

এদিকে নিউইয়র্কেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মুনসুরের ৬৩ কোটি টাকা মূল্যে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক। সবমিলিয়ে তমালের বিরুদ্ধে ৬৭ কোটি টাকার অবৈধ সম্পদ মেলায় মামলা করা হয়।

এদিকে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ ‍সুপার আব্দুল্লাহ আরেফ বিপ্লবের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।

পড়ুন : শেখ হাসিনা ও রেহানা পরিবারের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা অবরুদ্ধ করেছে দুদক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন