আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ সোমবার বেলা ৩টায় বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেমির আশা জিইয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। জয় পেতে মরিয়া টাইগার দলে আসছে ৩ পরিবর্তন। ফিরছেন মাহমুদউল্লাহ।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানান, এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ফিটনেস নির্ভর করবে তার খেলার ব্যাপারে। যদি তিনি ফিট হন, তবে মুশফিকুর রহিমের দলে জায়গা হারানোর সম্ভাবনা রয়েছে, কারণ তিনি শেষ ম্যাচে গোল্ডেন ডাক পেয়েছেন।
সিমন্স আরও বলেন, পিন্ডি স্টেডিয়ামের চরিত্র অনুযায়ী কিছু পরিবর্তন আসতে পারে এবং এদিন তানজিম সাকিবের পরিবর্তে নাহিদ রানা দলে ফিরতে পারেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশে-
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডকে হারাতে পারবে কি বাংলাদেশ?
এমন কঠিন এক ম্যাচে বাংলাদেশের স্বস্তির জায়গা হলো, ম্যাচটি হচ্ছে রাওয়ালপিন্ডিতে। গত আগস্ট-সেপ্টেম্বরে এই ভেন্যুতে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। যে ধবলধোলাইকে দেশটির সাবেকেরা পাকিস্তান ক্রিকেট তলানিতে এসে পড়ার সঙ্গে মিলিয়েছেন। সেই সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায়ও।
সেই টেস্ট সিরিজ জয়ের সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার কোনো সম্পর্ক নেই। তবে সেই সাফল্যের কথা মাথায় রেখে যদি রাওয়ালপিন্ডিকে ‘পয়া’ ভেন্যু ভাবতে পারেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা; তাতে লাভ বাংলাদেশেরই।

শান্তদের মাথায় এখন চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান পর্ব। তবে চাইলেই কি পরশুর ভারত ম্যাচের কথা ভুলে যাওয়া যায়। ‘পয়া’ ভেন্যু রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডকে পাওয়ায় আশার সঞ্চার হতে পারে দলে। ২০১৭ সালে হওয়া আগের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এই নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। কার্ডিফে হওয়া সেই ম্যাচে নিউজিল্যান্ডের ২৬৫ রান ১৬ বল ও ৫ উইকেট হাতে রেখে জিতে গিয়েছিল বাংলাদেশ। সেই দলের ছয় ক্রিকেটার রয়েছেন এবারের বাংলাদেশ দলে।
যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে অতীত রেকর্ড খুব ভালো নয় বাংলাদেশের। ওয়ানডেতে ৪৫ সাক্ষাতের ৩৩ বার জিতেছে নিউজিল্যান্ড, বাংলাদেশ ১১ বার।
দেখুন: শুরুতেই কি হোচট খেলো ছাত্রদের নতুন দল?
আরও: লাল কার্ড দেখিয়ে ছাত্র রাজনীতি বন্ধ চায় কুয়েট শিক্ষার্থীরা