18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইয়াংয়ের অনবদ্য ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

রোববার (৫ জানুয়ারি) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭৮ রানের সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে ২৩ ওভার ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে কিউইরা।

টসে হেরে ব্যাট করতে নেমে ২৩ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে লঙ্কানরা। ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেয় ওপেনার পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডি ও আসালঙ্কা। পঞ্চম উইকেটে লিয়ানাগেকে নিয়ে ৮৭ রানের জুটি করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন আভিস্কা ফার্নান্ডো।

৫৪ বলে ৩৬ রান করে লিয়ানাগে আউট হওয়ার পর ৪ বলের ব্যবধানে সাজঘরের পথ ধরেন ৫৬ রান করা ফার্নান্ডোও। এরপর বিক্রমাসিংহে ও হাসারাঙ্গার ব্যাট থেকে আসে ৪৮ রানের জুটি। এই দুই ব্যাটারের সাজঘরে ফেরার পর ৪৩.৪ ওভারে ১৭৮ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ৯৩ রানের জুটি গড়েন উইল ইয়ং ও রাচি রাবিন্দ্রা। ৩৬ বলে ৪৫ রান করে ফেরেন রাবিন্দ্রা। এরপর কিউইদের জয়ের বন্দরে পৌঁছে দেন ইয়াং ও চ্যাপম্যান। ৮৬ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইয়ং।

১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার ওঠে ম্যাট হেনরির হাতে।

উল্লেখ্য, আগামী বুধবার হ্যামিল্টনের স্যাডন পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন