সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের মাটিতে এটিই ক্যারিবীয়দের প্রথম টি-টোয়েন্টি জয়।
অকল্যান্ডের ইডেন পার্কে ১৬৪ রানের লক্ষ্যে রান তাড়ার শুরুতে কিউইদের ওপেনিং জুটি থেকে আসে ৩০ রান। ডেভন কনওয়েকে বোল্ড করে এই জুটি ভাঙেন ম্যাথিউ ফোর্ড। ২১ রান রাচিন রাভিন্দ্রকে ফেরান আকিল হোসেন। মিডল অর্ডারে সবচেয়ে বড় আঘাত হানেন জেইডেন সিলস। এই পেসার সাজঘরে ফেরান ড্যারিল মিচেল ও মিচেল ব্রেসওয়েলকে। এতেই ম্যাচ থেকে ছিটকে যায় ব্ল্যাক ক্যাপসরা।
শেষ দিকে ২০ বলে অবিচ্ছিন্ন ৫০ রানের রেকর্ড জুটিতেও জয়ের নাগাল পায়নি নিউজিল্যান্ড। ২৮ বলে ৫৫ রানে অপরাজিত থেকে পরাজয়ের ব্যবধানই কেবল কমাতে পেরেছেন অধিনায়ক মিচেল স্যান্টনার।
ক্যারিবিয়ানদের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন জেইডেন সিলস ও রোস্টন চেজ।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই জ্যাকব ডাফির শিকার হন ব্র্যান্ডন কিং। এরপর আলিক আথানেজ ও আকিম অগাস্টে দলীয় ৪৩ রানে ফিরলে চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর চেজকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন শেই হোপ। হোপের পর রভমান পাওয়েল ও চেজের জুটি থেকে আসে ৪৯ রান। আর এতেই ৬ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।
কিউইদের হয়ে ২টি করে উইকেট নেন জ্যাক ফোকস ও জ্যাকব ডাফি।
পড়ুন : প্রোটিয়াদের ফাইনাল হারের পর যে কারণে তোপের মুখে ভিলিয়ার্সরা


