32 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪
spot_imgspot_img

নিত্যপণ্য আমদানিতে ভারত-মিয়ানমারের সঙ্গে চুক্তি হচ্ছে

পেঁয়াজ ও ডালসহ নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে ভারত ও মিয়ানমারের সঙ্গে শিগগিরই বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার। আজ বুধবার (২৬ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

প্রতিমন্ত্রী বলেছেন, নিত্যপণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা হবে। বাংলাদেশ সরকারের পক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এই চুক্তি স্বাক্ষর করবে।

এসময় মিয়ানমারের সঙ্গে নৌ যোগাযোগ স্থাপন করতে বাংলাদেশের আগ্রহের কথাও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী জুলাই মাসে মিয়ানমার সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, নিত্যপণ্য আনতে ও সেগুলোর সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে সেজন্য ভারতের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছি। রোহিঙ্গা সমস্যা থাকলেও মিয়ানমারের সঙ্গে নৌ-পরিবহন যোগাযোগ এবং নিত্যপণ্যের বাণিজ্য চলমান রয়েছে। মিয়ানমার থেকেও আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি, যেগুলো তাদের উদ্বৃত্ত আছে। অনেক বড় দেশ তাদের, অনেক আছে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন