০৮/০৭/২০২৫, ১৯:৫৩ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১৯:৫৩ অপরাহ্ণ

নিবন্ধন পরীক্ষায় বাদ যেতে পারে প্রিলিমিনারি পরীক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রিতা কমাতে নিবন্ধন পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রক্রিয়ার তিনটি ধাপের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে সংস্থাটি। এতে নিয়োগ কার্যক্রমে সময় বাঁচবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত ২৫ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে নীতিগত আলোচনা হয়। সভায় এনটিআরসিএ কর্তৃপক্ষ নিবন্ধন পরীক্ষা পদ্ধতি সহজ করার প্রস্তাব উত্থাপন করে।

বর্তমানে বিসিএস পরীক্ষার মতোই নিবন্ধন প্রক্রিয়ায় তিনটি ধাপে—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে প্রার্থীদের মূল্যায়ন করা হয়। তবে এ প্রক্রিয়ায় সময় লেগে যায় দীর্ঘদিন। অনেক প্রার্থী নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও বয়সসীমা পেরিয়ে যাওয়ায় নিয়োগ থেকে বঞ্চিত হন। অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তৈরি হচ্ছে শিক্ষক সংকট।

এ প্রেক্ষাপটে এনটিআরসিএ’র কর্মকর্তারা মনে করছেন, একটি ধাপ বাদ দিলে পুরো প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে শেষ করা সম্ভব হবে। তাদের ভাষায়, লিখিত ও মৌখিক পরীক্ষা অপরিহার্য হলেও প্রিলিমিনারি পরীক্ষাটি তুলনামূলকভাবে সময়ক্ষেপণকারী। তাই এটি বাদ দেওয়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

পড়ুন: ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন