বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের নিভৃত পাতাম গ্রামে হাড়িয়া ডুবি নদীর সংযোগ খালের ওপর নিজের অর্থায়নে দুইটি পায়ে হাঁটার কাঠের সেতু উদ্বোধন করেছেন । গ্রামবাসীর হর্ষধ্বনী ও মুহুর্মুহু শ্লোগানের মধ্য দিয়ে তিনি গ্রামবাসী ও নেতাকর্মীদের সাথে নিয়ে ফিতা কেটে কাঠের সেতু দুইটি উদ্বোধন করেন এবং তাদেরকে সাথে নিয়ে সেতুর ওপর দিয়ে হেঁটে খাল পার হন । তিনি দুই জায়গায় উপস্থিত গ্রামবাসীদের সাথে কুশল বিনিময় ও পথসভায় বক্তব্যও রাখেন । তিনি পাতাম মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন ।
খালের ওপর সেতু না থাকায় স্থানীয় জনসাধারন ও শিক্ষার্থীদের যাতয়াতের অসুবিধার কারণে স্থানীয় জনসাধারণের চাহিদা মোতাবেক এমরান সালেহ প্রিন্সের নিজস্ব অর্থায়নে স্থানীয় নেতাকর্মীরা দুইটি কাঠের পায়ে হাঁটার সেতু নির্মাণ করেন ।
পরে তিনি সেতু উদ্বোধন ও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সন্মেলন উপলক্ষে পাতাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ।
এর আগে তিনি পুরাকান্দুলিয়া বাজার জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তারেক রহমানের ৩১ দফা এবং দেশ ও জনকল্যাণে বিএনপির আগামী পরিকল্পনা উধৃত করা লিফলেট বিতরণ করেন । পাতাম গ্রামে সেতু উদ্বোধন ও জনসমাবেশেও লিফলেট বিতরণ করা হয় ।
সেতু উধোধন ও ওয়ার্ড সন্মেলন উপলক্ষে পাতাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জন সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জনগণের উদ্দেশ্যে দক্ষ বুঝে পক্ষ নিয়ে আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীকে “ ধানের শীষ” প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান । তিনি বলেন , দেশ পরিচালনায় একমাত্র বিএনপিরই দক্ষতা, যোগ্যতা ,অভিজ্ঞতা ও বাস্তবসম্মত গণমুখী পরিকল্পনা রয়েছে ।
জনসমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন ,শুধু ক্ষমতায় থাকাবস্থাতেই নয় , যখন যে অবস্থানেই থাকুক না কেনো জনগণের সুবিধা অসুবিধা আমলে নিয়ে বিএনপি তাদের পাশে থাকে । বন্যা , করোনা, শীতসহ প্রাকৃতিক দুর্যোগ ,দূর্ঘটনা এবং জনগণের প্রয়োজনে যে কোনো সমস্যা সমাধানে বিএনপি নেতাকর্মীরা এগিয়ে এসেছে । আবার অধিকার হারা জনগণের অধিকার ফিরিয়ে দিতে ফ্যসিবাদের দমন নিপিড়ন উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করেছে ।
তিনি বলেন , গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভাগ্য পরিবর্তন এবং দেশপ্রেম ও জনকল্যাণই বিএনপির ব্রত উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , বিএনপির কাছেই জনগণ নিরাপদ , যতদিন জিয়া পরিবারের চোখে থাকবে দেশ , পথ হারাবে না বাংলাদেশ । তিনি বলেন , আলোকিত এক নতুন বাংলাদেশের স্বপ্ন তারেক রহমানের চোখে । অবহেলিত হালুয়াঘাট,ধোবাউড়াও তাঁর দৃষ্টির সীমানার বাহিরে নয় । ইনশাআল্লাহ তারেক রহমানের হাত ধরেই আমরা হালুয়াঘাট,ধোবাউড়াবাসীর দুঃখ মোচন করে জনগণের মুখে হাসি ফুটাবো,শান্তি , সম্প্রীতি,, কর্মমুখর আলোকিত জনপদ গড়ে তুলবো।
এমরান সালেহ প্রিন্স নিজ কণ্ঠে “ খালেদা জিয়া/তারেক রহমানের সালাম নিন , ধানের শীষে ভোট দিন “ , “ ধানের শীষে ভোট দিলে , দেশ গড়বো মিলে মিশে “ শ্লোগান দিয়ে বলেন , ধানের শীষের শ্লোগান শুরু করে গেলাম , ইনশাআল্লাহ নির্বাচন পর্যন্ত তা অব্যাহত রাখতে হবে । শুধু শ্লোগান নয় , ছোট ছোট টিম করে ঘরে ঘরে প্রচারণা চালিয়ে ভোটে বিজয়ের পর দেশ ও জনকল্যাণে বিএনপির ভবিষ্যত পরিকল্পনা জনগণের কাছে বিনয়ের সাথে তুলে ধরতে হবে ।
তিনি বলেন , আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি প্রান্তিক কৃষকের নামে “ কৃষক কার্ড” দিয়ে একটি ফসলের উৎপাদন খরচসহ সুযোগ সুবিধা প্রদান , ইউনিউনের বাজারে ধান ক্রয় কেন্দ্র স্থাপনপুর্বক সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় , কোল্ড স্টোরেজ ও গুদাম স্থাপন করে কৃষিজাত ও পচনশীল পণ্য গুদামজাত করে সুবিধাজনক সময়ে বিক্রির ব্যবস্থা ,পরিবারের গৃহকর্ত্রীর নামে “ফ্যামিলি কার্ড”র মাধ্যমে পরিবারের প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের একাংশ বিনামূল্যে প্রদান , নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্র স্থাপন , প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান , শিক্ষিত বেকারদের এক বছরের জন্য “বেকারভাতা” প্রদান , অন্যান্য বেকারদের “আত্মকর্মসংস্থান” , সকলের জন্য স্বাস্থ্য সেবা কর্মসুচির আওতায় “বিনামূল্যে চিকিৎসা সেবা” , গরিব রোগীদের “বিনামূল্যে ঔষধ প্রদান” করা হবে । তিনি বলেন , ধোবাউড়া ও হালুয়াঘাটের উন্নয়নে বিভিন্ন মহলে আলোচনা করে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে ।
রাস্তা,ব্রীজ,কালভার্ট ,বাইপাস সড়ক, স্টেডিয়াম ,পাবলিক লাইব্রেরী, ক্ষুদ্র ও কুটির শিল্পসহ কলকারখানা স্থাপন ,শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, এবং মাদক , সন্ত্রাস,দুর্নীতি , চোরাচালনমুক্ত মডেল সংসদীয় এলাকা গড়ে তোলা হবে । বন্যা নিয়ন্ত্রণে ও নদী ভাংগন রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে । সংসদ সদস্যের জবাবদিহী নিশ্চিত করতে ও তাকে সহজে নির্ধারিত স্থানে পাবার জন্য ময়মনসিংহ-১ সংসদীয় এলাকায় “জন প্রতিনিধি কার্যালয় ” স্থাপন করা হবে ।
পড়ুন : নাগরিক ফোরাম ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


