27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ট্রফি নিয়ে বরিশালে যাচ্ছেন তামিমরা, জানা গেল তারিখ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার শিরোপা নিয়ে তাদের শহরে ফিরছে। বরিশালের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি এক আনন্দের সংবাদ, কারণ গত আসরে শিরোপা জয়ের পরও তারা বরিশালে যেতে পারেননি। এবার সেই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না তামিম ইকবাল ও তার দল।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানান, আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) তারা ট্রফি নিয়ে বরিশালে যাবেন।

তিনি বলেন, আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।

চিটাগং কিংসকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল ট্রফি জিতেছে ফরচুন বরিশাল। বিপিএলের বেশিরভাগ ম্যাচ ঢাকায় আয়োজিত হলেও সিলেট ও চট্টগ্রামেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়। ফলে বরিশালের অনেক দর্শক সরাসরি মাঠে বসে তাদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেননি। এবার সেই ভক্তদের কথা ভেবেই বরিশাল সফরের সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়নরা।

শিরোপা জয়ের পর বরিশাল ফ্র্যাঞ্চাইজির কর্ণধার মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তামিম বলেন, অবিশ্বাস্য (আবার জিতলাম)। আমি মালিককে ধন্যবাদ দেব। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।

দলের ক্রিকেটারদের অবদানের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন বরিশাল অধিনায়ক বলেন, আমাদের দল অভিজ্ঞতায় ভরপুর ছিল। রিশাদ, হৃদয়, শান্তদের মতো তরুণরা দারুণ পারফর্ম করেছে। আরিফুল হকের মতো একজন প্রতিভাবান ক্রিকেটারকে খেলাতে পারিনি, এজন্য আমি হতাশ। খেললে হয়তো আমরা আরেকজন বড় তারকা দেখতে পেতাম।

এনএ/

দেখুন: কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভাঙচুর নিয়ে যা বললেন জনতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন