বিজ্ঞাপন
এবারও নির্ধারিত দরে কোরবানি হওয়া গরুর কাঁচা চামড়া বিক্রি হলো না। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ মৌসুমী ব্যবসায়ী ও আড়তদারের। সিন্ডিকেটের দৌরাত্মের দাবি মৌসুমী ব্যবসায়ীদের। আড়তদাররা বলছেন, মৌসুমি ব্যবসায়ীরা না বুঝে বেশি দামে কিনছেন চামড়া।
কোরবানির পর থেকেই রাজধানীর পোস্তার পাইকারি বাজারে ব্যস্ততা বেড়ে যায় খুচরা চামড়া বিক্রেতা আর আড়ৎদারদের। গতকালের মতো আজও সকাল থেকেই চলছে চামড়ার কেনাবেচা।
তবে মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা।
তবে ভিন্ন দাবি আড়তদার ও পাইকারী ব্যবসায়ীদের। এবার চামড়া দাম আগের তুলনায় অনেক বেশি। সে জন্যে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনছেন তারা।
এবারও চামড়ার দাম নির্ধারণে সময়মতো লবণ দেয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন চামড়া সংশ্লিষ্টরা।
-বিজ্ঞাপন-