শেষ হয়েছে ঈদের ছুটি। কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। আর এ সুযোগ কাজে লাগিয়ে যাত্রীদের কাছে থেকে বাড়তি ভাড়া আদায় করছে বেশকিছু পরিবহন। এমন অভিযোগে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিভিন্ন স্পটে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (৬ এপ্রিল) দুপুরে বারহাট্টার বিভিন্ন সিএনজি স্ট্যান্ড ও বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান।
বারহাট্টা থেকে নেত্রকোনাগামী সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড ও ঢাকাগামী বাস কাউন্টারে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল এমন অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে অভিযান পরিচালনা করেন ইউএনও।
এই সময় চাঁনু মিয়া নামের একজন যাত্রী বলেন অভিযান পরিচালনা করাতে আমরা খুশি। নিয়মিত এমন অভিযান চললে যাত্রীরা স্বস্তি পেত।

গোপালপুর এলাকার ফাতেমা আক্তার বলেন, স্বামীর চাকরির সুবাদে ঢাকা থাকতে হয়। বাবার বাড়ি থেকে ঈদ করে ফেরার পথে কয়েকটি জায়গায় বেশি ভাড়া দিয়ে টিকিট নিতে হয়েছিল। ইউএনও স্যার অভিযান পরিচালনা করায় বাড়তি ভাড়া দিতে হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, গ্রামে পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ফেরা সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল এমন সংবাদ পাই। যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া নেওয়া না হয় বিভিন্ন স্ট্যান্ডে ও বাস পরিবহন কাউন্টারে কর্মরতদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি তিনি যাত্রীদেরকে বলেন নির্ধারিত মূল্যের বেশি ভাড়া কেউ দিবেন না এবং কেউ বেশি ভাড়া চাইলে উপজেলা প্রশাসনকে জানাবেন।
পড়ুন : ডিজি-ডিডির দোহাই দেন স্টেশন মাস্টার, কৌশলে ট্রেনের টিকেট কালোবাজারে