১৫/০৭/২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ণ
26.9 C
Dhaka
১৫/০৭/২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ণ

নির্বাচনে ইসলামপন্থীদের জন্য সর্বোচ্চ আসনে ছাড় দিতে প্রস্তুত জামায়াত : রফিকুল ইসলাম খান

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত সর্বোচ্চ আসনে ছাড় দিতে প্রস্তুত রয়েছে। পূর্বঘোষিত যেকোনো আসনের প্রার্থী প্রত্যাহারেরও ঘোষণা দেন তিনি। শনিবার দুপুরে বগুড়া শহরের টিটু মিলনায়তনে জেলা ও মহানগর উলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত বিশাল উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “জুলাই বিপ্লবের পর একটি দল নিজেদেরকে দেশের অঘোষিত মালিক মনে করছে। অপরাধীদের থানা থেকে ছাড়িয়ে নেওয়া, চাঁদাবাজি, প্রশাসনের পক্ষপাতিত্বে দেশে সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে পড়েছে। নিরপেক্ষ প্রশাসন ও লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আলেম সমাজ আজ অতীতের যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্য গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোট এক বাক্সেই যাবে ইনশাআল্লাহ।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনার সরকার জামায়াতের নেতৃবৃন্দকে বিচার নামের প্রহসনের মাধ্যমে হত্যা করেছে। এইসব হত্যার সঙ্গে জড়িত বিচারক, আইনজীবী, সাক্ষীদের বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে জনগণ তা মেনে নেবে না।”

আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম বলেন, “প্রতিটি মসজিদ হবে ঐক্যের কেন্দ্র। ইসলামপন্থী শক্তি ছাড়া সন্ত্রাস, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কার্যকর সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসলাম ও সৎ মানুষের শাসন ছাড়া শান্তি প্রতিষ্ঠা অসম্ভব।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, প্রফেসর ড. মাওলানা আব্দুস সামাদ, মাওলানা যাইনুল আবেদীন, ড. খলিলুর রহমান মাদানী, অধ্যাপক নজরুল ইসলামসহ জেলার বিশিষ্ট আলেম ও ইসলামি নেতৃবৃন্দ।

সম্মেলনের সভাপতি ছিলেন মাওলানা আলমগীর হুসাইন। অনুষ্ঠানে ১০ দফা ঘোষণা পাঠ করা হয় এবং দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে। সঞ্চালনায় ছিলেন মাওলানা আব্দুল বাসেত ও ড. আবু সালেহ মামুন।

পড়ুন : নোয়াখালীতে নারী-শিশুদের অংশগ্রহণে বর্ণিল ঈদ জামাত

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন