আগামী নির্বাচনে অংশ নিতে বেগম জিয়ার কোনো বাধা নেই। বরং দণ্ডপ্রাপ্ত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা। এমন তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। দবি করা হয় বিচারব্যবস্থার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন ব্যবস্থা।
অনিয়ম আর কারচুপির দায়ে বিতর্কিত বিগত তিনটি জাতীয় নির্বাচন। নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণে সকালে, রাজধানীর এফডিসিতে, সে বিতর্কের রেশ ছড়িয়ে পড়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ মঞ্চে।

যেখানে, ইস্টার্ন ইউনিভার্সিটির তার্কিকরা প্রস্তাব করেন, অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করলে ভবিষ্যৎ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আপরদিকে বিপক্ষে যুক্তি দেখান বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
এ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল কথা বলে বলেন আগামী নির্বাচন নিয়ে।
এ সময়, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ভবিষ্যৎ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ১০ দফারও সুপারিশ করেন তিনি।

আন্ত:বিশ্ববিদ্যালয় পর্যায়ের এ বিতর্কে বিজয়ী হয় ইস্টার্ন ইউনিভার্সিটি।
এনএ/