১০/১১/২০২৫, ৭:৫০ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৭:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন ঘিরে ৪৫০ কোটি টাকা চায় আনসার-ভিডিপি

বিজ্ঞাপন

নির্বাচন ঘিরে প্রশাসন ক্যাডার ও পুলিশের পর এবার সাড়ে ৪০০ কোটি টাকা চেয়েছে আনসার ও ভিডিপি। সদস্যদের অস্ত্র, গোলাবারুদ ও ইউনিফর্ম কেনার জন্য এ অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যয়ে সংযমের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। মাঠপর্যায়ে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতিও। ইতোমধ্যে ডিসি-ইউএনওদের জন্য ২০০ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কেনা হচ্ছে, আর পুলিশের জন্য কেনা হচ্ছে প্রায় ৪০ হাজার ‘বডি ক্যামেরা’।

এই ধারাবাহিকতায় নির্বাচন উপলক্ষে এবার আনসার-ভিডিপি চেয়েছে সাড়ে ৪০০ কোটি টাকা। সংস্থাটির আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

যুক্তি হিসেবে আনসার বলছে, প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করবে আনসার ও ভিডিপির ৬ লাখ সদস্য। এ কারণে অতিরিক্ত অস্ত্র-গোলাবারুদ, পোশাক ও নিরাপত্তা সামগ্রী কেনার প্রয়োজন পড়ছে। এতে ব্যয় হবে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা। তবে এত বড় অঙ্কের অর্থ অনুমোদনের আগে পর্যাপ্ত যাচাই-বাছাইয়ের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

চলতি অর্থবছরের বাজেটে আনসারের অস্ত্র, গোলাবারুদ, পোশাক, নিরাপত্তা সামগ্রী, যানবাহন ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ রয়েছে ২০৩ কোটি টাকা। গত দেড় দশকে দেশের নির্বাচন ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেটি সংস্কারে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে আইন, বিধি ও আদেশ সংস্কারের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগও চলছে। এর ফলে ব্যয়ও বাড়ছে আনুপাতিক হারে।

পড়ুন : নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‌গভীর ষড়যন্ত্র চলছে : ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন