বিজ্ঞাপন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো বিলম্ব হবার সুযোগ নেই বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন বর্ষা মৌসুম চলে গেলেই পাড়া মহল্লায় নির্বাচনের উৎসব শুরু হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।
শুক্রবার (১৫ আগষ্ট) জুম্মার নামাজ পর মাগুরায় শহীদ রাব্বী ও আল আমিনের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনের সাথে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠান এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। খুব শিগগিরই নির্বাচনের হাওয়া আপনারা দেখতে পারবেন।
পড়ুন : দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণ করছি : প্রেস সচিব


