১৬/১১/২০২৫, ১৩:০৪ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১৩:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন শেষে আগের ভূমিকায় ফিরতে চান প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন বৃহস্পতিবার স্টেট গেস্ট হাউস যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকে তারা বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি এবং নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক অংশগ্রহণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। তারা বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়েও আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস পুনর্ব্যক্ত করেন, সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিবদ্ধ—যা হবে বহু বছরের মধ্যে প্রথম প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন। “গত ১৬ বছরে যা ঘটেছে, তা ছিল নির্বাচনের এক প্রহসন,” বলেন প্রধান উপদেষ্টা। তিনি আরও জানান, ভোট শেষে তিনি তার পূর্বের ভূমিকায় ফিরে যেতে ইচ্ছুক।

প্রধান উপদেষ্টা ভুয়া তথ্য মোকাবেলায় সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন এবং এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যের সহায়তা এই ক্ষেত্রে বিশেষভাবে মূল্যবান হবে।

বাণিজ্য দূত উইন্টারটন ব্যবসা-বাণিজ্য, শুল্ক ও রাজস্ব ব্যবস্থার সাম্প্রতিক সংস্কারগুলোর প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান পরিবহন ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন—বিশেষ করে সেখানে প্রধান রাজনৈতিক দলের নেতাদের অন্তর্ভুক্তির উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশ কর্তৃক যুক্তরাজ্য থেকে গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ ক্রয় এবং উপকূলীয় টহল জাহাজ কেনার পরিকল্পনাও আলোচনা হয়। জানানো হয় যে, এইচএমএস এন্টারপ্রাইজ অধিগ্রহণ প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে।

বৈঠকে বিশেষ আন্তর্জাতিক বিষয়ক দূত লুতফে সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ, এবং পূর্ব ইউরোপ ও সিআইএস উইং-এর মহাপরিচালক মো. মুশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন