০৮/১১/২০২৫, ০:৪৫ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনের আগে ভারত থেকে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে তিনি প্রার্থীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজ হবে না। নির্বাচন কেন্দ্র করে দুষ্কৃতকারীরা যাতে কোন সমস্যা সৃষ্টি করতে না পারে সেজন্য সবধরনের ব্যবস্থা নেয়া হবে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান। বলেন, নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে হবে ফ্রি, ফেয়ার ক্রেডিবল ও উৎসবমুখর। এটি করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের হুমকি নেই।

তিনি আরও বলেন, নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করলেও কিছু করতে পারবে না। এছাড়া যেসব দল অংশ নিবে তাদেরও দায়িত্ব রয়েছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য। এছাড়া নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এক সাথে কাজ করলে কোনো সমস্যা হবে না।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে জামিন পাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধে জড়িত হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুষ্কৃতিকারীরা অনেক কথা বলবে, অনেক গুজব রটাবে, তারা যেন কোনো কার্যক্রম চালাতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা আমরা নেবো।

মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে সবার সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, সমাজে এগুলোর বিস্তার বেড়ে গেছে। এগুলো নিয়ন্ত্রণে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে।

পড়ুন: পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন