24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

নির্বাচন নিয়ে কিছু দল বিভ্রান্তি ছড়াচ্ছে: মির্জা আব্বাস

নির্বাচন নিয়ে কিছু দল বিভ্রান্তি ছড়াচ্ছে।সরকারকে বিব্রত করছে। সব যড়যন্ত্র বন্ধ করে দেশের সার্থে সবাইকে অন্তর্বতী সরকারকে সহয়োগিতা করার জন্য আহবান জানান  বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস।।পল্টনে এক অনুষ্টানে তারা তিনি এসব  কথা বলেন।ডেভিলরা একটি  বিশেষ দলের সুবিধা ভোগ করায় তারা আটক হচ্ছেনা।তারাই আবার বাজার সিন্ডিকেট করছে বলেও অভিয়োগ করেন বিএনপি তিনি।

 আসছে রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমুল্যের দাম আবারও উদ্ধগতি। সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট এখনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস।

পল্টনে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আয়োজনে প্রাথমিক সদস্য পদের আয়োজন করা হয়।এতে অংশ নেন বিএনপির এ সিনিয়র নেতা।

ফ্যাসিস্ট সরকারের ডেভিল ব্যবসায়ীরা এখনো আটক হয়নি কেন এমন প্রশ্ন করেন তিন। বলেন যাদের উস্কানিতে ছাত্র অভুত্থানে গুলি বর্ষণ করা হয়েছে।দ্রব্যমুল্যের দাম বেড়েছে ।সরকার তাদের ধরছেনা।কারণ একটি দলের সাথে তাদের সখ্যতা রয়েছে।

এ প্রসঙ্গে বিএনপির এ নেতা  বলেন কিছু দল আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারা একবার বলেন এক কথা আর একবার আর এক কথা বলছেন।সরকারকে বিভ্রান্ত করছে বিব্রত করছে।মির্জা আব্বাস এ সব দলগুলোকে  ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে জাতির স্বার্থে অন্তর্বতী সরকার কে সহযোগীতার আহবান জানান।

তার দল সরকার অন্তর্বতী সরকারের নির্বাচনের জন্য দেয়া সময়ে নির্বাচন করতে প্রস্তুত বলেও জানান বিএনপির এ নেতা।

ঝণ খেলাপী ও সিন্ডিকেটদের ধরা হচ্ছেনা।অথচ দোষ দেয়া হচ্ছে বিএনপির নেতাকর্মীদের উপড়।বলা হচ্ছে বিএনপির কর্মীরা চাঁদাবাজি করছে মির্জা আব্বাস বলেন যদি তাই হয় তবে তাদেরকেও ধরার আহবান জানান সরকারের প্রতি।

অন্য রাজনৈতিক দল নিজেদের দোষ ঢাকবার জন্য অপরাধ করে বিএনপি ওপড় দোষ চাপাচ্ছে জানিয়ে বিএনপি নেতার নিজ দলের নেতাকর্মীদের সদস্য সংগহের বিষয়ে সাবধান থাকার নির্দেশ দেন। যাতে আওয়ামীলীগ বা কোন সুবিধাবাদী দলের সদস্য না হতে পারে।

পড়ুন :ফ্যাসিস্ট সরকার শিক্ষাঙ্গণে ছাত্র সংসদ ধ্বংস করে দিয়েছে : ইসমাইল সম্রাট

দেখুন :৬ ডিসেম্বর নির্বাচন, প্রস্তুত ইউনূস সরকার ও কমিশন? |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন