বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান মাহমুদ হাসান খান বাবু।
নির্বাচনে জয়লাভের পর ঈদ উপলক্ষে তিনি নিজ জেলা চুয়াডাঙ্গায় আসেন এবং সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের তিনতারকা মানের হোটেল সাহিদ প্যালেসের লবিতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বিজিএমইএ সভাপতি বাবু খান বলেন, “একটা গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচনের মাধ্যমে আমার প্যানেল বিজয়ী হয়েছে। খুলনা বিভাগ থেকে বিজিএমইএ’র মতো শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে আসা এই প্রথম। আমি গর্বিত যে চুয়াডাঙ্গার সন্তান হিসেবে আপনাদের দোয়া ও ভালোবাসায় এই দায়িত্বে আসতে পেরেছি।”
বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, “এখন দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে। ফলে বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় রয়েছেন। বিনিয়োগ কমে যাওয়ায় অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা সৃষ্টি হয়েছে। যারা নতুন শিল্প স্থাপন করতে চান, ব্যবসা শুরু করতে চান, তারাও অপেক্ষা করছেন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য। আমরা বিশ্বাস করি, যত দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে, তত দ্রুত দেশের অর্থনৈতিক গতি ফিরে আসবে। বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে এবং ব্যবসা-বাণিজ্য প্রসার লাভ করবে।”
চুয়াডাঙ্গায় একটি গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সম্ভাবনা নিয়ে বাবু খান বলেন, “চুয়াডাঙ্গা একটি অবহেলিত জেলা হলেও, এখানে বিজিএমইএ-কেন্দ্রিক কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা চাইলে এখানে একটি আধুনিক গার্মেন্টস ট্রেনিং সেন্টার স্থাপন করতে পারি। এতে এখানকার অদক্ষ যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। প্রশিক্ষণ শেষে তাদের দেশের বিভিন্ন গার্মেন্টস কারখানায় কাজের সুযোগ করে দেওয়া যাবে, যার ফলে শুরুতেই ভালো বেতন পাওয়ার সম্ভাবনাও থাকবে।”
তিনি আরও বলেন, “আমি যদি আমার জেলার অদক্ষ ভাই-বোনদের দক্ষ করে তুলতে পারি, তাহলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে বেকারত্বও কমবে। এ লক্ষ্যেই আমি কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে চুয়াডাঙ্গায় একটি কার্যকর গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবো।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার আরেক কৃতি সন্তান, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিডিচ্যামের প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, জামান গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক কমিটির চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি সরদার আল আমীন, স্থানীয় পত্রিকা সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সাংবাদিক হুসাইন মালিকসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
সভা শেষে নবনির্বাচিত বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত নেতৃবৃন্দ।
পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে বিজিবি
এস