17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

নির্ভয়ে সবাই পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধান

দুর্গাপূজার উদ্দেশে সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সবাইকে নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার জন্য আহ্বান জানান তিনি। 

আজ শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে। সবাই নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন। আমরা মাঠে আছি।’

ওয়াকার-উজ-জামান বলেন, ‘যার যার ধর্ম সেই সেই পালন করবেন। সেজন্য যা কিছু করতে হয়, তা আমরা করব। আপনাদের (হিন্দু) কোনো ভয় নেই। সেনাসদস্যদের বিশেষভাবে বলে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আশা করি, হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন