32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

মাইকে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা দিল ইসরায়েল

ইসরায়েলের মসজিদগুলোতে মাইকে আজান না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন গিভি এ নির্দেশ দেন। মাইক অথবা বড় লাউড স্পিকারে আজান দেয়া হলে সেখানে সরাসরি বাধা দিতে বলেছেন এই কট্টর ডানপন্থি।

প্রতিবেদনে বলা হয়েছে, বেন গভির এই নিষেধাজ্ঞা সম্পন্ন করতে দেশটির পুলিশকে নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী পুলিশ এখন থেকে যেকোনো মসজিদে প্রবেশ করতে পারবে। সেইসাথে মাইক বা লাউড স্পিকারের কোনো সরঞ্জাম পেলে তা জব্দ করবে।

মাইকে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা দিল ইসরায়েল

বেন গিভির জানান, মসজিদে মাইক ব্যবহার করতে দেখলে, পুলিশ সেখানে ঢুকতে পারবে। একইসঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন তিনি।

এক্সে করা একটি পোস্টে জাতীয় নিরাপত্তামন্ত্রী জানান, তিনি নীতিটি চালু করতে পেরে ‌গর্বিত। এর ফলে ‌মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটাবে, এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানকে নিষেধাজ্ঞা দিয়েছে ৩ দেশতবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নিষেধাজ্ঞার ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি এক্সে লিখেছেন, বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে একটি ম্যাচের আগুন না ধরানো পর্যন্ত বেন গিভির থামবে না।

দেখুন: অন্যান্য দেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা, কতটা কার্যকর হয়েছিল?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন