35 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ইসরায়েলি হামলায় নিহত আরও ৩১

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ৩১ জন। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে সোমবার (২৫ নভেম্বর) এ হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হিজবুল্লাহ সম্পর্কিত প্রায় ২৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলার এলাকাগুলোর মধ্যে নাবাতিয়া, বালবেক, বেকা উপত্যকা এবং দক্ষিণ বৈরুত ও তার আশপাশের এলাকা অন্তর্ভুক্ত ছিল।

লেবাননে ইসরায়েলি হামলা
লেবাননে ইসরায়েলি হামলা

লেবাননের রাষ্ট্র-পরিচালিত বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, সোমবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে চতুর্থ দফায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে হারেত হরিক এবং শিয়াহ জেলার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩ হাজার ৭৬৮ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১৬ হাজার লেবানিজ।

এদিকে, চলতি সপ্তাহেই ইসরায়েলি ভূখণ্ডে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

টিএ/

পড়ুন: শিক্ষার্থীদের তিন কলেজের সংঘর্ষে কেউ নিহত হয়নি: ডিএমপি

দেখুন: ভারতে ওবায়েদুল কাদের? ক্ষোভে দেখা করতে চাননি হাসিনা?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন