নীলফামারীতে ট্রাফিক আইন ভঙ্গ করায় সাতটি মামলায় ৩হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার বিকেলে জেলা সদরের বাইপাস সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন ও বিআরটিএ নীলফামারী সার্কেলের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি.) এস এম মাহবুবুর রহমান, মোটরযান পরিদর্শক মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি.) এস এম মাহবুবুর রহমান জানান, ঈদ উল আযহা পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপদ যাত্রা, নির্ধারিত ভাড়া আদায়, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস, হেলমেট পরিধান নিশ্চিত করণে এই অভিযান পরিচালনা করা হয়।
পড়ুন : নীলফামারীতে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে ১৪৪ ধারা জারি