একটি হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করা হয়েছে।

নুসরাত ফারিয়া কারাগারে, জামিন শুনানি ২২ মে
(১৯ মে) সকাল ৯টার দিকে তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
এর আগে রোববার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন চেকপোস্টে গেলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়।
ভাটারা থানার একটি সূত্র জানায়, গণ-অভ্যুত্থানের সময় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হলেও পরে সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি মডেল ও উপস্থাপক হিসেবেও তিনি জনপ্রিয়তা অর্জন করেন।
নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।
এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া।
চলচ্চিত্রের পাশাপাশি গানও করেন ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মধ্য দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল তার। এছাড়া ‘হাবিবি’, ‘আমি চাই থাকতে’সহ আরো কিছু গান ফারিয়া গেয়েছেন, যেগুলো প্রকাশ পেয়েছে ইউটিউবসহ সোশাল মিডিয়ার নানা মাধ্যমে।
দেখুন: নয় বছর এক সাথে বিয়েটা হল না কেন?
আরও: অপু বিশ্বাস-নুসরাত ফারিয়া-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা |