17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় আপত্তি নেই যুক্তরাজ্যের

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় আপত্তি তুলে নিল যুক্তরাজ্য। জানিয়েছে দেশটির নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। যাতে এতদিন যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্যও বিরোধিতা করে আসছিল। তবে সদ্য বিদায়ী কনজারভেটিভ সরকারের এই অবস্থান থেকে সরে এসে আপত্তি প্রত্যাহার করা হলো।

গাজায় ইসরায়েলের আগ্রাসনের ঘটনায় নেতানিয়াহু এবং তার সহযোগী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। এ ছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের তিন নেতার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারির আবেদন করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন