নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হামলা-লুটপাটের অভিযোগ শিরোনামে রোববার (০৯ মার্চ) নাগরিক টিভির অনলাইন ভার্ষণে সংবাদ প্রকাশ হওয়ার পর জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. জাফরকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
আজ সোমবার (১০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন সাইফুল।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুনিদিষ্ট অভিযোগে ০৬ নং রাজগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. জাফরকে যুগ্ম আহবায়ক পদ থেকে বহিস্কার করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নজরুল ইসলাম ও সদস্য সচিব মো. ফারুক ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে, গত রোববার (০৯ মার্চ) সকালে বেগমগঞ্জ উপজেলার নানুপুর ইসলাম কাজী বাড়ি মসজিদের সামনে চাঁদা না পেয়ে তিনটি বসতবাড়ি ও একটি নির্মাণাধীন দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মো. জাফর ইকবালের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী।
এনএ/