39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

চাঁদপুরে এনসিপি কেন্দ্রীয় নেতা শেখ রুবেলের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শেখ রুবেলকে চাঁদপুরে একা পেয়ে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা করার অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার (৩০ মার্চ) দুপুর আড়াই টায় চাঁদপুর সদরের চান্দ্রা চৌরাস্তায় এই হামলা চালানো হয়।

স্থানীয়রা জানান, শেখ রুবেল হচ্ছেন চান্দ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ বালিয়ার মান্নান শেখ ও নুরজাহান বেগমের ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের মধ্যে ছোট ছেলে। তিনি ঢাকার সাভার আশুলিয়ায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করছেন। তবে তার ওপর হামলার ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক বিষয় এবং পূর্ব পরিকল্পিত।

এ বিষয়ে ৫১ সদস্য বিশিষ্ট এনসিপি চাঁদপুর সদর উপজেলা কমিটির প্রতিনিধি মোঃ তামিম খান বলেন, আমি ওনাকে পূর্ব থেকে চিনতাম না। থানায় আমাদের নেতাদের সাথে পুলিশের একটি আলোচনা চলাকালে ওনি ওখানে ছাত্রদল নেতাদের সাথে বাকবিতন্ডায় জড়ায়। পরে ওনি ওনার পরিচয় দিলে আমরা ওনার রাজনৈতিক কেন্দ্রীয় পরিচয় পাই। থানাতে সকালে ওনাকে নিরাপদে সরিয়ে নিলেও দুপুরে ওনার এলাকার কাছাকাছি ওনাকে একা পেয়ে ওনার ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শেখ রুবেল বলেন, আমি এক সময় চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করি। আমি মূলত ফেসবুকে নানান বিষয় তুলে ধরে প্রতিবাদ করতে ভালোবাসি। এখন এনসিপি তে যুক্ত হয়ে চাঁদপুরের বালু উত্তোলনসহ নানা ইস্যুতে লেখালেখি করায় একটি শ্রেণীর কাছে টার্গেটে পড়ে যাই।

শেখ রুবেল বলেন,আমি শনিবার ছুটি পেয়ে এলাকায় ঈদ করতে এসেছিলাম। এখন আমাকে একা পেয়ে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা করে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। হামলাকারীরা সংখ্যায় ৭/৮ জন ছিলো। বিষয়টি রাজনৈতিক হামলা হওয়ায় আমি আমার উর্দ্ধতন নেতৃবৃন্দকে অবগত করেছি। নিরাপত্তার স্বার্থে হামলাকারীদের নাম এখনি বলতে চাচ্ছিনা। সিনিয়র নেতাদের পরামর্শানুযায়ী পরবর্তী পদক্ষেপ নিবো। আমি চলে গেলেও আমার পরিবার ত এখানে থাকতে হবে এই ভেবে হতাশায় রয়েছি। আমি চরম নিরাপত্তাহীনতার আশঙ্কায় রয়েছি।

ঘটনাটি চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মিন্টু দত্তকে অবগত করলে তিনি বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত কোন অভিযোগ কেউ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে শেখ রুবেলের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল ফেসবুক আইডি হতে পোষ্ট করা হয়। তাতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের ভিন্নতা থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু কোন ধরনের পেশিশক্তির আস্ফালন কিংবা সন্ত্রাসী কার্যক্রম জুলাই পরবর্তী ছাত্র-জনতা মেনে নিবে না বলে হুঁশিয়ারি দেয়া হয়।

এনএ/

দেখুন: শেরপুরে প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি নেতার মৃ*ত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন