২০/০৬/২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ

নেত্রকোনাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন

ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনের পেছনে বগির সংযোগস্থলের স্প্রিং ভেঙে বগির সাথে ইঞ্জিনের সংযোগ বিছিন্ন হয়ে গেছে। পেছন থাকা বগিগুলো রেখে লোকোমোটিভটি চলে আসে নেত্রকোনা সাতপাই রেল স্টেশনে।

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ রেললাইনের নেত্রকোনার চল্লিশা এলাকায় মগড়া নদীর ব্রিজের উপর লোকোমোটিভের সাথে বগির সংযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) নেত্রকোনা-ময়মনসিংহ রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

লোকোমোটিভ বিছিন্ন ট্রেনের বগিতে থাকা ইন্দ্র নামে এক যাত্রী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেসে ট্রেনে বিপত্তি! চল্লিশা ব্রীজের উপর বগিগুলো থমকে যায়। ট্রেন থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে লোকোমোটিভ এগিয়ে চলে গেছে। লোকোমোটিভ ও বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ট্রেনে প্রায় পাঁচ শতাধিকের অধিকের বেশি যাত্রী রয়েছে। সকল যাত্রীগণ চরম উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে সময় পাড় করছেন।

এ বিষয়ে নেত্রকোনার সাতপাই রেলস্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা হলে তিনি বলেন, স্প্রিং ভেঙে চল্লিশা ব্রিজে উপর মোহনগঞ্জ আন্তঃনগর ট্রেনের বগি রেখে লোকোমোটিভটি স্টেশনে চলে আসে। স্টেশনের এক স্টাফসহ লোকোমোটিভটি ঘটনাস্থলে আবার ফেরত গেছে। ফেলে আসা ট্রেনের বগিতেও মেরামতের লোক রয়েছে। বিকল্প ব্যবস্থায় ট্রেনের বগিগুলো ব্রীজের উপর থেকে স্টেশন পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।

পড়ুন: নেত্রকোনার আটপাড়া বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি-মাছুম, সম্পাদক-রফিক

দেখুন: নেত্রকোণায় জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন বাদশা 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন