১৫/০৬/২০২৫, ৮:১২ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৮:১২ পূর্বাহ্ণ

নেত্রকোনায় অসামাজিক কার্যকলাপ বিরোধী টাস্কফোর্সের অভিযান

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এক যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহরে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ নেন।

অভিযানকালে সায়মা শহজাহান একাডেমি সংলগ্ন গেদু মিয়ার বাসায় পূর্বে সংঘটিত পতিতাবৃত্তির কিছু প্রমাণ পাওয়া যায়। তবে অন্যান্য বাসা ও রেস্ট হাউজগুলোতে তাৎক্ষণিকভাবে কোনো অসামাজিক কার্যকলাপের আলামত মেলেনি। অভিযান পরিচালনার সময় এলাকাবাসী প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানায় এবং নিয়মিত নজরদারির দাবি জানান।

উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদার জানান, “যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই স্থানীয়ভাবে কিছু এলাকায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠছিল। জনস্বার্থে এই অভিযান জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

পড়ুন : নেত্রকোনায় বিপুল পরিমান ভারতীয় কসমেটিকসহ আটক ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন