০৮/০৭/২০২৫, ২১:১৯ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২১:১৯ অপরাহ্ণ

নেত্রকোনায় ঔষধ ভেবে কীটনাশক সেবন, বৃদ্ধার মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঔষধ ভেবে ভুলবশত কীটনাশক সেবন করেন ফুলেছা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে।

রবিবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত ফুলেছা খাতুন উপজেলার গড়াডোবা ইউনিয়নের চিকনী আগপাড়া গ্রামের বাসিন্দা আবুল হাসেমের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে অসুস্থতা বোধ করায় বৃদ্ধা ফুলেছা খাতুন ঘরের ভেতরে রাখা একটি বোতল থেকে ঔষধ ভেবে ভুল করে কীটনাশক পান করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে স্বজনদের কান্নায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বিষয়টি জানার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে বৃদ্ধা ঔষধ ভেবে ভুল করে কীটনাশক পান করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বৃদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘরে বিষ জাতীয় পদার্থ সাবধানে রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহবান জানান।

পড়ুন : দ্বিগুণের বেশি ভাড়া আদায়, নেত্রকোনায় ২ সিএনজি চালকের জেল-জরিমানা

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন