০৮/০৭/২০২৫, ২০:২৪ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:২৪ অপরাহ্ণ

নেত্রকোনায় খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঈদের ছুটিতে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মুজাহিদ (৫) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বিশ্বনাথপুর নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুজাহিদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ডাহাপাড়া গ্রামের বাসিন্দা সাব্বির হোসেনের একমাত্র পুত্র সন্তান। এ ঘটনায় পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাবার সঙ্গে খালার বাড়িতে বেড়াতে এসেছিল মুজাহিদ। দুপুরের দিকে খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশের মঙ্গলেশ্বরী নদীর দিকে চলে যায় শিশুটি। একপর্যায়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যায় মুজাহিদ। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মুজাহিদকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরোজা আক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হবে।

পড়ুন : নেত্রকোনায় শ্লীলতাহানি মামলায় কুখ্যাত ডিমের বেপারি মিয়াচান গ্রেপ্তার

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন