১৪/০৬/২০২৫, ১৬:১৯ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৬:১৯ অপরাহ্ণ

নেত্রকোনায় খালে ডুবে মাদরাসা শিক্ষার্থী নিহত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে হাবিবুর রহমান হাবিব (১০) নামের এক মাদরাসা পড়ুয়া শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আতকাপাড়া টাঙ্গাইল নামক খালে এ ঘটনা ঘটে।

নিহত হাবিব উপজেলার আতকাপাড়া গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্বজনরা জানান, সকালে নাস্তা শেষে প্রতিদিনের মতো মাদরাসায় যায় হাবিব। পরে বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নামে। একপর্যায়ে হাবিব ডুবে যায়। সাথে থাকা এক বন্ধু চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে এক শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও হাবিব নিখোঁজ থাকেন। কিছুক্ষণ পর তাকে পানি থেকে উদ্ধার করা হলেও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই শিশুটি মারা যায়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পাশ্ববর্তী দুর্গাপুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান তিনি।

পড়ুন: নেত্রকোনার মাজু হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফে গ্রেপ্তার

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন