১৫/০৭/২০২৫, ৯:৪০ পূর্বাহ্ণ
26.9 C
Dhaka
১৫/০৭/২০২৫, ৯:৪০ পূর্বাহ্ণ

নেত্রকোনায় দেশীয় রিভলবারসহ যুবক গ্রেফতার, ভগ্নিপতি পলাতক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে দেশীয় রিভলবারসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ভগ্নিপতি দ্রুত পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

গ্রেফতারকতৃ যুবক মো. আওলাদ হোসেন (২৬) কলমাকান্দার সদর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. করিম উদ্দিনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের শ্যালক।

শুক্রবার (১৩ জুন) ভোরে উপজেলার বিশরপাশা টলারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত আওলাদের ভগ্নিপতি আব্দুল মান্নান পালিয়ে যান।

বিশরপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় রিভলবার ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় তার ভগ্নিপতি আব্দুল মান্নান পালিয়ে যায়।

জানা গেছে, গ্রেফতারকৃত আওলাদ স্বীকার করেছে তার ভগ্নিপতি আব্দুল মান্নানও এ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, এসব অভিযান অব্যাহত থাকলে অপরাধীদের দৌরাত্ম কমবে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর জানান, অবৈধ অস্ত্র নির্মাণ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, উপকূল জুড়ে কর্মচাঞ্চল্য

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন