27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

নেত্রকোনায় ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ বিজিবির

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক ৭১ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ এবং এ কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৩১ বিজিবি’র লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধীনস্থ চারুয়পাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। এ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৪৩/৭-এস হতে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সোহাগীপাড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি’র সদস্যরা।

আজ (সোমবার) সকাল আনুমানিক পৌনে ৬টার দিকে এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ এবং একটি প্রাইভেট কার জব্দ করতে সক্ষম হয় টহল দলটি। জব্দকৃত মাদকসহ প্রাইভেটকারটি নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

পড়ুন : নেত্রকোনায় রেইনট্রি গাছে ঝুলছিল স্বামী-স্ত্রীর মৃতদেহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন