27.7 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নেত্রকোনায় শিশু অপহরণ ও ধর্ষণের অভিযোগে অটোচালক গ্রেপ্তার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অপরাধের অভিযোগে অটোরিকশা চালক মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভুক্তভোগী অপরহরণকারীদের চোখকে ফাঁকি দিয়ে বাড়িতে ফিরে আসেন। নিখোঁজের কয়েকদিন পর ভুক্তভোগী তার মাকে ফোনে জানায় সে অপহরণের শিকার হয়েছে। পরে গত ১৯ মার্চ পরিবারের পক্ষ থেকে কেন্দুয়া থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী কেন্দুয়া পৌরসদরের সাউধপাড়া এলাকার ভাড়াটিয়া নজরুল ইসলামের মেয়ে। গত ৭ মার্চ ভুক্তভোগী রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইল গ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তার বাবা তাকে অটোরিকশায় তোলে দেন। এরপর থেকে ভুক্তভোগীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়ায় পরিবারটি উদ্বিগ্ন হয়ে পড়েন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, “অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। অটোরিকশা চালক মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। অপরাধে জড়িত অন্যান্যদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ এবং অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পড়ুন : ধর্ষণের বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন