২০/০৬/২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ

নেত্রকোনায় শ্রেণিকক্ষের তালা না ভেঙ্গে বিদ্যালয়ের সিলিং ফ্যান চুরি

নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকা চারটি সিলিং ফ্যান চুরি হয়েছে বলে জানা গেছে।

তবে শ্রেণিকক্ষের তালা ভাঙা ছিলো না। চাবি দিয়ে তালা খুলে কক্ষে প্রবেশ করেছে চোর। এদিকে বিদ্যালয়ের সিসি ক্যামেরার তার কাটা ছিলো।

মঙ্গলবার (১৩ মে) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরআগে গত সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি চারদিক থেকে দেয়াল দিয়ে সুরক্ষিত। মূল ফটকও থাকে তালাবদ্ধ। রাতে পাহারাদার থাকলে কিছুদিন আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এদিকে চুরির সময় শ্রেণিক্ষকটির তালা ভাঙা হয়নি। চাবি দিয়ে খুলে চুরির ঘটনা ঘটেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান বলেন, বিদ্যালয়ের সিসি ক্যামেরার তার কাটা অবস্থায় পাওয়া যায়। বিদ্যুতের তারও অনেক জায়গায় কাটা ছিলো। শ্রেণিকক্ষে থাকা চারটি সিলিং ফ্যান চুরি হয়েছে। তবে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শ্রেণিকক্ষের তালা ভাঙা পাওয়া যায়নি। তালাটি চাবি দিয়ে খুলে ভেতরে প্রবেশ করেছে। দরজা-জানালাও ভাঙা বা খোলা পাওয়া যায়নি। সিসি ক্যামেরার তারও কাটা ছিলো। মনে হচ্ছে আগে থেকেই জানাশোনা কেউ এ কাজ করেছে। আগের পাহারাদারকে ডাকা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: নেত্রকোনার দুর্গাপুরে পথ পাঠাগারের সভাপতি সারোয়ার, সাধারণ সম্পাদক রাজেশ

দেখুন: নেত্রকোণায় জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন বাদশা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন